জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম
জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম

নিজে নিজেই নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র সংশোধন করুন | NID Card Correction 2025

No Comments

Photo of author

By webdeveloper

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম /NID Card এর তথ্যে কোন প্রকার ভুল থাকলে তা অনলাইনে আবেদন করার মাধ্যমে সংশোধন করা যায়। সাধারণত নতুন ভোটার আবেদন করার সময় কেউ ভুল তথ্য প্রদান করলে অথবা কম্পিউটার অপারেটর ভুল টাইপিং করার ফলে আইডি কার্ডে ভুল হয়ে থাকে। নিয়ম মেনে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সংশোধন আবেদন করলে NID Card এর যেকোনো ভুল সংশোধন করা যায়।

জাতীয় পরিচয়পত্রের যেকোন ভুল এখন অনলাইনে সংশোধন আবেদনের মাধ্যমে পরিবর্তন করা যায়। এনআইডি কার্ডে নিজের নামে ভুল হলে অথবা বাবা-মার নাম ভুল লিপিবদ্ধ হলে তা খুব সহজে সংশোধন করা যায়। জন্ম তারিখে ভুল থাকলে NID Correction Application করে সংশোধন করা যাবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য প্রথমে services.nidw.gov.bd এই ওয়েবসাইটি ভিজিট করুন। এখন NID নাম্বার, জন্ম তারিখ দিয়ে একাউন্ট রেজিস্টার করুন। তারপর আপনার ঠিকান, মোবাইল নাম্বার এবং ফেইস ভেরিফিকেশন করে একাউন্টে লগইন করুন।

একাউন্ট তৈরি হয়ে গেলে আপনার NID একাউন্টের ড্যাশবোর্ড থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সংশোধন করুন। সবশেষ সংশোধন ফি জমা দিয়ে অনলাইনে আবেদন জমা দিন। আবেদন এপ্রোভ হলে প্রোফাইল মেনু থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে সংশোধিত NID Card Download করুন 

ভোটার আইডি সংশোধন আবেদন জমা দেয়ার আগে খেয়াল রাখতে হবে যাতে চাহিত সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রমানপত্র আপলোড করতে হবে। আপনার ভোটার আবেদনে যে তথ্য পরিবর্তন করতে চান তা তার সত্যতা প্রমান করতে সত্যায়িত কাগজপত্র আবেদনের সাথে জমা দিতে হয়।

আইডি কার্ড সংশোধন আবেদন সামঞ্জস্য এবং বৈধ হলে সাধারনত ২৫ দিন থেকে ৩০ দিন এর মধ্যে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন অনুমোদন পেয়ে যায়। তবে নির্বাচন চলাকালীন সময়ে এই অনুমোদনের সময়সীমা পরিবর্তন হতে পারে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম

স্মার্ট কার্ড কিভাবে সংশোধন করা যায়?

স্মার্ট কার্ড সংশোধন করার জন্য প্রথমে services.nidw.gov.bd ওয়েবসাইটে আপনার স্মার্ট কার্ড নম্বর ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন। ফেইস ভেরিফিকেশন করে লগইন করুন। এবার প্রোফাইল অপশনে যান এবং এডিট লিংকে ক্লিক করে তথ্য সংশোধন করুন। সংশোধন ফি পরিশোধ ও প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করে আবেদন জমা দিন। আবেদন অনুমোদন হলে তথ্য সংশোধন হবে।

ভোটার আইডি কার্ড কতবার সংশোধন করা যায়?

আইডি কার্ড সংশোধনের কোন সীমা এখনো নির্ধারণ করা হয়নি। তবে একত্ব তথ্য একবার পরিবর্তন করতে পারবেন। প্রথমবার তথ্য সংশোধনের জন্য ২৩০ টাকা, দ্বিতীয় বার(একবার যা সংশোধন হয়েছে তা ছাড়া) ৩৪৫টাকা এর পর প্রতিবার ৪৬০টাকা ফি দিতে হবে।

বাবা মায়ের নামে ভুল থাকলে সংশোধন করতে কি লাগে?

আপনার nid card এ পিতা মাতার নামে ভুল থাকলে তা পরিবর্তন করতে উপড়ে দেখানো নিয়মেই আবেদন করবেন। এখানে আবেদন জমা দেয়ায়ে আগে প্রমাণে ডকুমেন্ট হিসেবে আপনার বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, ভাই বোনের আইডি কার্ডের স্ক্যান কপি আর আপনার কোন বোর্ড পরিক্ষার সনদ/ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট স্ক্যান করে আপলোড করতে হবে।

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে?

সংশোধনের ধরন ও ক্যাটাগরির উপর নির্ভর করে ভোটার আইডি কার্ড সংশোধন অনুমোদন পেতে ৩০ থেকে ৪৫দিন সময় লাগে। আবেদনের সাথে আপলোড করা ডকুমেন্ট সামঞ্জস্য হোলে ১৫ থাকে ২১দিনের মধ্যেই তথ্য পরিবর্তন হয়ে যায়।

NID Card এর নাম সংশোধন করতে কি কি লাগে?

NID Card এর নাম সংশোধন করতে সবথেকে কার্যকরী ডকুমেন্ট যে কোন বোর্ড পরীক্ষার সনদ (JSC, SSC, HSC) পড়ালেখা না করলে তার ড্রাইভিং লাইসেন্স অথবা ই পাসপোর্ট। 

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম

স্মার্ট কার্ড সংশোধন ফি কত?

জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে সর্বনিন্ম ২৩০টাকা থেকে সর্বোচ্চ ৩৪৫টাকা ফি প্রদান করতে হয়। আবেদনের ক্যাটাগরি ও ধরনের উপর সংশোধন ফি নির্ভর করে।

আইডি কার্ডের বয়স বাড়াবেন কি করে?

নিজের মন মতো ভোটার আইডি কার্ডের বয়স বাড়ানো বা কমানো যায় না। বয়স পরিবর্তনের স্বপক্ষে প্রমাণ থাকলেই কেবল জন্মতারিখ পরিবর্তন করা যায়।

মোবাইল নাম্বার পরিবর্তন করবো কি করে?

আইডি কার্ডের মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য NID Website এ রেজিস্ট্রেশন করার সময় ফোন নাম্বার ভেরিফিকেশন করতে OTP পাঠানো হয়। সে ধাপে মোবাইল পরিবর্তন করুন বাটনে চেপে আপনার নতুন মোবাইল নাম্বার দিলেই মোবাইল পরিবর্তন হয়ে যায়।

TNR7

Leave a Comment