বিকাশ একাউন্ট খুলতে চান কিন্তু এনআইডি নেই? জন্ম সনদ সাথে থাকলে, বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন খুব সহজে। সাথে থাকছে ৳১৩০ পর্যন্ত ওয়েলকাম অফার!!
দেশজুড়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বিকাশ নিয়ে এলো এক দারুণ খবর! এখন থেকে ১৪ থেকে ১৮ বছরের কম বয়সী গ্রাহকরা বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে একদম সহজে।
প্রয়োজন শুধু গ্রাহকের ডিজিটাল জন্ম সনদ আর মা/বাবার সচল বিকাশ নাম্বার। পেমেন্ট, রিচার্জ কিংবা সেন্ড মানি করে ফেলুন নিশ্চিন্তে। তাই দেরি না করে আজই স্টুডেন্ট একাউন্ট বিকাশ-এ খুলে ফেলুন।
বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে ৫টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে
১। জন্ম সনদের ছবি স্পষ্ট হতে হবে।
২। জন্ম সনদের ছবি থেকে নাম, জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বার সংগ্রহ করতে হবে, তা বিকাশ অ্যাপে ভালোভাবে মিলিয়ে নিতে হবে, প্রয়োজনে জন্ম সনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে।
৩। অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেয়া হবে, তার নাম জন্ম সনদের সাথে মিলিয়ে নিতে হবে, প্রয়োজনে জন্ম সনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে।
৪। অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে নির্বাচন করা হবে, বিকাশ নাম্বারটি অবশ্যই তার নামে হতে হবে।
৫। নিজের চেহারার ছবি পর্যাপ্ত আলোর সামনে দাঁড়িয়ে এবং মানানসই ও শালীন পোশাক পরিহিত অবস্থায় তুলতে হবে।
স্টুডেন্ট একাউন্টের সেবাসমূহ
১। সেন্ড মানি
২। মোবাইল রিচার্জ
৩। ক্যাশ আউট
৪। পেমেন্ট
৫। এডুকেশন ফি
৬। পে বিল
বিকাশ স্টুডেন্ট একাউন্টের ব্যবহার ও সীমাবদ্ধতা
১। বিকাশ স্টুডেন্ট একাউন্টধারী গ্রাহক বিকাশ অ্যাপ এবং *247# এর মাধ্যমে বিকাশ এর সেবাগুলো পেতে পারবেন।
২। অভিভাবক বিকাশ স্টুডেন্ট একাউন্টের সকল লেনদেনের বিবরণী তার বিকাশ অ্যাপে দেখতে পারবেন ।
৩। অভিভাবকের বিকাশ একাউন্ট বন্ধ করা যাবেনা যখন কোনো বিকাশ স্টুডেন্ট একাউন্ট যুক্ত থাকে। সেইসাথে কোনো স্টুডেন্ট একাউন্ট বন্ধ করা যাবে না যদি ওই একাউন্টের সাথে কোনো অভিভাবকের বিকাশ একাউন্ট যুক্ত থাকে।
৪। প্রতিটি সাধারণ বিকাশ অ্যাকাউন্টের সাথে ৩ টি (তিনটি) পর্যন্ত বিকাশ স্টুডেন্ট একাউন্ট সংযুক্ত থাকতে পারবে।
বিকাশ স্টুডেন্ট একাউন্টের লিমিটসমূহ
প্রতিটি সাধারণ বিকাশ অ্যাকাউন্টের সাথে ৩ টি (তিনটি) পর্যন্ত বিকাশ স্টুডেন্ট একাউন্ট সংযুক্ত থাকতে পারবে।
একটি বিকাশ স্টুডেন্ট একাউন্ট থেকে দৈনিক সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং মাসিক সর্বোচ্চ ২৫,০০০ টাকা ক্যাশ আউট করা যাবে। মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে দৈনিক লিমিট ২,৫০০ টাকা এবং মাসিক লিমিট ৫,০০০ টাকা।
বিকাশ স্টুডেন্ট একাউন্টে দৈনিক সর্বোচ্চ ৫,০০০ টাকা সেন্ড মানি এবং মাসিক সর্বোচ্চ ১৫,০০০ টাকা সেন্ড মানি করা যাবে। পেমেন্ট এর ক্ষেত্রে দৈনিক লিমিট ৫,০০০ টাকা এবং মাসিক লিমিট ২০,০০০ টাকা। বিকাশ স্টুডেন্ট একাউন্টে সর্বোচ্চ ৩০,০০০ টাকা ব্যালেন্স রাখা যাবে। বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
আপনি চাইলে আমাদের মাধ্যমে খুব কম খরচে মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখনই যোগাযোগ করুন : +8801400100357। আমাদের ইঞ্জিনিয়ার আপনাকে ডেমো ডিজাইন পাঠাবে আপনি পছন্দ করে নিবেন এবং আপনার রিকোয়ারমেন্ট জানাবেন।
আরও পড়ুন: পোস্ট অফিস জিইপি ও ইএমএস তথ্য
পোস্ট অফিস জিইপি ও ইএমএস তথ্যঃ Office Location