গুগল ম্যাপ বাংলাদেশ ঢাকা - TNR7
গুগল ম্যাপ বাংলাদেশ ঢাকা

গুগল ম্যাপ বাংলাদেশ ঢাকা

No Comments

Photo of author

By webdeveloper

গুগল ম্যাপ বাংলাদেশ ঢাকা, আপনারা গুগল ম্যাপের মাধ্যমে ঢাকা শহরের মানচিত্র দেখতে পারবেন এবং দেখতে পারবেন কোথায় জ্যাম ট্রাফিক জ্যাম আছে এবং একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে কতদূর দূরত্ব এবং কত সময় লাগবে এই সকল বিস্তারিত আপনারা google map সফটওয়্যার এর মাধ্যমে সবকিছু বিস্তারিত দেখতে পারবেন, আমরা একটি আইটি কোম্পানি আমরা সাধারণত ওয়েবসাইট ডেভেলপ করে থাকি, এবং সব ধরনের কাজ করে থাকি এবং গুগল এডসেন্স নিয়ে কাজ করি যার ফলে গুগলের সাথে একটি ভালো সম্পর্ক আছে আপনাদের যদি কোন বিষয়ে সাহায্য দরকার হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের সাপোর্টিং সব সময় আপনাদের পাশে আছে নিচে ঢাকার বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করা হলো অবশ্যই সেগুলো দেখবেন ধন্যবাদ এবং নিচে গুগল ম্যাপের একটি ছবি দেয়া হলো এখানে ক্লিক করে আপনি সরাসরি ফোন থেকে ডিটেলস ম্যাপ দেখতে পারবেন,

গুগল ম্যাপ বাংলাদেশ ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না। এ সম্পর্কে প্রচলিত মতগুলোর মধ্যে কয়েকটি নিম্নরূপঃ ক) একসময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ (বুটি ফুডোসা) ছিল; খ) রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল; গ) ‘ঢাকাভাষা’ নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল; ঘ) রাজতরঙ্গিণী-তে ঢাক্কা শব্দটি ‘পর্যবেক্ষণ কেন্দ্র’ হিসেবে উল্লেখিত হয়েছে অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হলো ঢাকা। মোঘল পূর্ব যুগের পুরাতাত্বিক নিদর্শন হিসেবে ঢাকা শহরে দু’টি এবং মিরপুরে একটি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রাচীনতমটির নির্মাণ তারিখ ১৪৫৬ খ্রিষ্টাব্দ (জোয়াও দ্য ব্যারোস ঢাকাকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দেখতে পান এবং ১৫৫০ খ্রিষ্টাব্দে তার অঙ্কিত মানচিত্রে এর অবস্থান নির্দেশ করেন। বাংলাদেশের রাজধানী ঢাকা

গুগল ম্যাপ বাংলাদেশ ঢাকা, আকবর নামা গ্রন্থে ঢাকা একটি থানা (সামরিক ফাঁড়ি) হিসেবে এবং আইন-ই- আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজু উল্লিখিত হয়েছে। ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর। Google

গুগল

প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশী কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন।

Leave a Comment