ফেসবুক প্রোফাইল লক করবেন যেভাবে - TNR7
ফেসবুক প্রোফাইল লক করবেন যেভাবে

ফেসবুক প্রোফাইল লক করবেন যেভাবে

No Comments

Photo of author

By santosharif

ফেসবুক প্রোফাইল লক প্রয়োজনীয়তা:

ফেসবুক প্রোফাইল লক করবেন যেভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ থাকার জন্য অনেকেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যক্তিগত রাখতে চান। আপনার ফেসবুক প্রোফাইল লক করা থাকলে প্রোফাইল ছবি, পোস্ট, স্টোরিসহ কোনো তথ্যই বন্ধু ছাড়া অন্য কেউ দেখতে পারেন না। তবে প্রোফাইল লক করা অবস্থায়ও অপরিচিতরা বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারেন, ফলে নির্দিষ্ট ব্যক্তিদের পাঠানো বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করা সম্ভব।

ফেসবুক প্রোফাইল লক করার পদ্ধতি:

ফেসবুক প্রোফাইল লক করবেন যেভাবে

প্রোফাইল লক করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ফিডের ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচন করুন। এবার নিচে স্ক্রল করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনের নিচে থাকা ‘প্রোফাইল লকিং’ ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচের দিকে থাকা ‘লক ইউর প্রোফাইল’ বাটনে ট্যাপ করলেই প্রোফাইল লক হয়ে যাবে।

আপনি চাইলে আমাদের মাধ্যমে খুব কম খরচে মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখনই যোগাযোগ করুন : +8801400100357। আমাদের ইঞ্জিনিয়ার আপনাকে ডেমো ডিজাইন পাঠাবে আপনি পছন্দ করে নিবেন এবং আপনার রিকোয়ারমেন্ট জানাবেন।

আরও পড়ুন: মোবাইল ফোনের সমস্যা ও সমাধান পর্ব-৩

ফেসবুক একাউন্ট সুরক্ষা: Office Location

    Leave a Comment