টেলিটক Gen-Z সিমের গ্রাহক হতে যেসব শর্ত আপনার জানা দরকার - TNR7
টেলিটক Gen-Z সিমের গ্রাহক হতে যেসব শর্ত আপনার জানা দরকার

টেলিটক Gen-Z সিমের গ্রাহক হতে যেসব শর্ত আপনার জানা দরকার

No Comments

Photo of author

By santosharif

টেলিটক Gen-Z (জেন-জি) সিম অল্প সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। কলরেট কম ও আকর্ষণীয় ইন্টারনেট অফারের কারণে তরুণদের মধ্যে জেন জি সিম ব্যাবহারে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তবে বেশ কিছু শর্ত মেনে নিতে হবে এই সিম। আজ আমরা জেন-জি সিম নেয়ার জন্য যেসব শর্ত প্রযোজ্য সেগুলো জানবো।টেলিটক Gen-Z সিমের গ্রাহক হতে যেসব শর্ত আপনার জানা দরকার

নির্দিষ্ট সময়ের মধ্যে যাদের জন্ম, শুধুমাত্র তারাই পাবেন জেন-জি সিম

টেলিটক জানিয়েছে, নতুন গ্রাহক যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ এর মধ্যে এবং যাদের NID আছে শুধু তারাই এই প্যকেজের সিম গ্রহণ করতে পারবে। তবে এখানেই শেষ নয়! রয়েছে আরও শর্ত।

শুধুমাত্র নতুন গ্রাহক কিনতে পারবেন জেন-জি সিম

জেন-জি (Gen-Z) নতুন গ্রাহক শুধুমাত্র টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সিম ক্রয় করতে পারবেন, *১১১# ডায়াল করবেন অথবা মাই টেলিটক অ্যাপ (My teletalk app) ডাউনলোড করবেন, অতঃপর রেজিষ্ট্রেশন করার মাধ্যমে উক্ত প্যাকেজের জন্য প্রযোজ্য অফারসমূহ উপভোগ করতে পারবে।

টেলিটকের বিদ্যমান গ্রাহকরা জেন-জি প্যাকেজের কি কি অফার পাবেন?

বিদ্যমান গ্রাহক যাদের জন্ম ১৯৯৭ হেকে ২০১২ এর মধ্যে উক্ত গ্রাহক, *১১১# ডায়াল করে অথবা মাই টেলিটক অ্যাপের ব্যানারে ক্লিক করে শুধু প্রমোশনাল অফার যেমনঃ স্পেশাল ডাটা অফার, বান্ডল অফার ও আনলিমিটেড মেয়াদে ডাটা অফার গ্রহণ করতে পারবেন।

অন্য টেলিটক সিম থেকে জেন জি প্যাকেজে মাইগ্রেশন করে পারব?

বিদ্যমান প্যাকেজ থেকে জেন-জি প্যাকেজে মাইগ্রেশন করতে পারবেন না। অথ্যার্ৎ বিদ্যমান গ্রাহক যাদের জন্ম ১৯৯৭ হেকে ২০১২ এর মধ্যে উক্ত গ্রাহক উল্লিখিত অফারসমূহ উপভোগ করতে পারবেন কিন্তু ডিফল্ট প্যাকেজ ট্যারিফ অপরিবর্তিত থাকবে। এছাড়াও, প্লাগ এবং প্লে অফারও বিদ্যমান গ্রাহক উপভোগ করতে পারবেন না।

জেন-জি সিমের যেসব বিশেষ অফার উপভোগ করা যাবে

জেন-জি (Gen-Z) নতুন গ্রাহক টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সিম কিনে *১১১# ডায়াল করতে হবে। তাহলে জেন জি সিমের অফারগুলো পেতে শুরু করবেন। অথবা সিমটি চালু করে মাই টেলিটক অ্যাপ ডাউনলোড করে তাতে রেজিষ্ট্রেশন করার মাধ্যমে উক্ত প্যাকেজের জন্য প্রযোজ্য অফারসমূহ উপভোগ করতে পারবেন। সুতরাং এটি ভুলে গেলে চলবে না।
জেন-জি নতুন গ্রাহক ১২ মাসের জন্য ফ্রি Alljobs Premium Membership সুবিধা উপভোগ করতে পারবে। ফ্রি Premium Membership সুবিধা গ্রহণ করার জন্য গ্রাহককে অবশ্যই জেন-জি নম্বর দিয়ে alljobs.teletalk.com.bd এই address এ রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার ৭২ ঘন্টার মধ্যে ফ্রি সেবাটি চালু হবে। ফ্রি Alljobs Premium Membership সুবিধা উপভোগ করার জন্য গ্রাহককে অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখের মধ্যে alljobs.teletalk.com.bd এই address এ রেজিষ্ট্রেশন করতে হবে। উক্ত তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করলে ফ্রি সুবিধাটি প্রযোজ্য হবে না এবং একটি নম্বর থেকে গ্রাহক একবারই উক্ত সুবিধা উপভোগ করতে পারবে। টেলিটক Gen-Z সিমের গ্রাহক হতে যেসব শর্ত আপনার জানা দরকার

আপনি চাইলে আমাদের মাধ্যমে খুব কম খরচে মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখনই যোগাযোগ করুন : +8801400100357। আমাদের ইঞ্জিনিয়ার আপনাকে ডেমো ডিজাইন পাঠাবে আপনি পছন্দ করে নিবেন এবং আপনার রিকোয়ারমেন্ট জানাবেন।

আরও পড়ুন: যেভাবে ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করবেন

টেলিটক Gen-Z সিমের গ্রাহক হতে যেসব শর্ত আপনার জানা দরকার: Office Location

    Leave a Comment