ওয়েবসাইট তৈরির খরচ - ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে? - TNR7
ওয়েবসাইট তৈরির খরচ

ওয়েবসাইট তৈরির খরচ – ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে?

No Comments

Photo of author

By nid

ওয়েবসাইট তৈরির খরচ

বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে বিক্রয় ডট কমের মত ওয়েবসাইট তৈরির খরচ, ওয়েবসাইট তৈরির খরচ, ওয়েবসাইট তৈরির ধাপসমূহ, নিজস্ব ওয়েবসাইট, ওয়েবসাইট তৈরির কোম্পানি, ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয়, নতুন ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির নিয়ম।

ওয়েবসাইট এর বিভন্ন ধরন

ওয়েবসাইট কত ধরনের হয় তা যদি আপনি জানতে চান তাহলে তার উত্তর কখনোই এক হবেনা। কারন ব্যবহার এবং উদ্দেশ্যভেদে প্রায় ৫০ এরও বেশি ধরনের ওয়েবাসইট প্রতিনিয়ত আমরা ভিজিট করে থাকি।

তবে আমরা আজকে আলোচনা করবো সবথেকে জনপ্রিয় ৫ ধরনের ওয়েবসাইট তৈরির খরচ নিয়ে। 

  • ব্লগ ওয়েবসাইট
  • ই-কমার্স ওয়েবসাইট
  • পার্সোনাল ওয়েবসাইট
  • পোর্টফোলিও ওয়েবসাইট
  • বিজনেস ওয়েবসাইট

এই ৫ ধরনের ওয়েবসাইট তৈরি করতে আনুমানিক কি ধরনের খরচ হতে পারে তার একটা ধারনা দেওয়ার চেষ্টা করবো আমরা পুরো আর্টিকেল জুড়ে। তবে তার আগে এমন কিছু খরচ আছে যেগুলো প্রতিটি নতুন ওয়েবসাইট তৈরির সময় দরকার হবেই হবে। 

  1. ডোমেইন
  2. হোস্টিং
  3. থিম/ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট
  4. ওয়েবসাইট কন্টেন্ট

ডোমেইন বাবদ খরচ

ডোমেইন এর এক্সটেনশন বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমনঃ .com, .org, .info, .xyz, .io সহ ইত্যাদি। ওয়েবসাইট এর ঠিকানা (URL) বা নামকেই ডোমেইন বলা হয়ে থাকে।  তবে গুরুত্বের উপর ভিত্তি করে ডট কম ডোমেইনকে টপ লেভেল ডোমেইন হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এবং ডোমেইন এর ধরনভেদে দামেও কিছুটা পার্থক্য আছে। ধরনভেদে ডোমেইন এর দাম 0.35$ (৩০ টাকা) থেকে শুরু করে 15$ (১২০০ টাকা) পর্যন্ত হয়ে থাকে। তবে মোট হিসাবকে সহজ করার জন্য আমরা গড় হিসাবে ডোমেইন এর দাম ধরতে পারি ৯০০৳ টাকা।

হোস্টিং বাবদ খরচ

তবে দাম যদি জানতে চান, এক্ষেত্রে মোটামুটি মানের কোন হোস্টিং কিনতে আপানাকে দেশীয় টাকায় ৩৫০০ টাকা গুনতে হতে পারে। আর ভালোর তো শেষ নাই, যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে।

হোস্টিং এর দামহোস্টিং হলো কোন ওয়েবসাইট এর স্টোরেজ বা পরিচালনার উৎস। কেননা যেকোন ওয়েবসাইটকে ইন্টারনেটে দৃশ্যমান করার জন্য যাবতীয় কন্টেন্ট হোস্টিং এর মাধ্যমে পরিচালনা হয়ে থাকে। অর্থাৎ হোস্টিংকে বলতে পারেন আপনার ওয়েবসাইট এর সিপিইউ (CPU)। হোস্টিং এর ফিচার ও ডাটা প্রসেসিং ক্ষমতার উপর ভিত্তি করে হোস্টিং এর দাম নির্ভর করে। তাই আপনার ওয়েবাসইট এর ধরন এবং প্রয়োনীয়তার উপর ভিত্তি করে আপনাকে বেছে নিতে হবে আপনার কেমন কনফিগারেশনের হোস্টিং দরকার।

থিম/ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট খরচ

আর যদি আপনি আপনার ওয়েবসাইট এর ডিজাইন নিজের মতো করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে কাস্টম ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে নিতে হবে। এক্ষেত্রে আপনার খরচ শুরু হতে পারে আনুমানিক ১০ হাজার টাকা থেকে, সেটি আবার কোন ধরনের ওয়েবসাইট তার উপর ভিত্তি করে।

ওয়েবসাইট তৈরির খরচ
ওয়েবসাইট তৈরির খরচ

ওয়েবসাইট থিম হলো যেকোন ওয়েবসাইট এর ফাউন্ডেশন বা কমপ্লিট ডিজাইন। অর্থাৎ আপনার ওয়েবসাইটটি দেখতে কেমন হবে তার পূর্নাঙ্গ দৃশ্যমান ধারনা। একটি ওয়েবাসইটকে আপনি কোন থিমের মাধ্যমেও হুবুহু তৈরি করতে পারেন আবার কাস্টম ডিজাইন এর মাধ্যমেও ডেভেলপ করতে পারেন। থিমের মাধ্যমে ওয়েবসাইট তৈরিতে তুলনামুলক খরচ কম এবং কাস্টম ডিজাইনের ক্ষেত্রে খানিকটা বেশি। কেননা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থিম ফ্রিতেও পাওয়া যায়। তবে প্রিমিয়াম থিমগুলোর গড় দাম 59$ ডালার বা বাংলাদেশী টাকায় ৫০০০ টাকা থেকে শুরু হয়ে থাকে।

যেমন, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট অথবা সাধারন ব্লগ ওয়েবসাইট হলে ১০/১৫ হাজার থেকে শুরু, এবং ই-কমার্স ওয়েবাসইট হলে ২০/২৫ হাজার টাকা থেকে শুরু।

সকল কাজ আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন এখানে

Google

Leave a Comment