আসলে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি যতখানি সহজ ঠিক ততখানি ই কঠিন।
মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি তে ভালো মানের ওয়েবসাইট বিল্ডিং প্রায় দুষ্কর। কেননা মোবাইলের প্রসেসর থেকে শুরু করে র্যাম সবই থাকে সীমিত এবং কম ক্ষমতাসম্পন্ন, যা কিনা একটি কোডিং রেন্ডারার হিসেবে খুব সুবিধার নয়। এতো গেল কোডিং করে ওয়েব বিল্ডিং।
এবার আসি কোডিং ছাড়া ওয়েব সাইট বিল্ডিং এর ক্ষেত্রে। এক্ষেত্রে বলব যে আপনার যদি র্যাম সাপোর্ট ৪ জিবির অধিক থাকে আর ফোনটি যদি ট্যাবলেট সাইজের হয় তথা বড় ডিসপ্লে থাকে তবে চেষ্টা করে দেখতে পারেন।
আপনাদেরকে কিছু নিয়ম বলে দিচ্ছি এভাবে চেষ্টা করেন আশা করি হবে তারপরও যদি না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে সহযোগিতা করতে আমরা ওয়েবসাইট সহ সব ধরনের আইডি ছিল প্রদান করি
মোবাইল ব্রাউজার থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল
এতক্ষনে হয়তো ডোমেইন এবং হোস্টিং কিনে নিয়েছেন। এখন আপনার কাজ হলো আপনার ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করা।
ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম। এটি PHP ভাষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
কোডিং করা ছাড়া ওয়েবসাইট তৈরির কাজে এটি ব্যবহৃত হয়। আপনি যেহেতু মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন এবং কোডিং ছাড়াই তা করতে চাচ্ছেন সেহেতু আপনাকে ওয়ার্ডপ্রেস এর সাহায্য নিতে হবে।
এটি ইন্সটল করা কঠিন কিছু না।
- ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজারে যেতে হবে।
- তারপর আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেল (cPanel) এ যেতে হবে।
- cPanel এ গিয়ে একটু নিচের দিকে scroll করলেই WordPress নামক অপশনটি পেয়ে যাবেন।
- সেখানে আপনার ইনফরমেশন তথা ইমেইল, পাসওয়ার্ড, ওয়েবসাইটের নাম, ইত্যাদি দিয়ে ইন্সটল করে নিতে হবে।
যদি নিজে নিজে মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে ব্যার্থ হোন তাহলে এই আর্টিকালটি পড়ুন- ওয়ার্ডপ্রেস ইন্সটল করার উপায়।
Website creation with mobile
WordPress Dashboard এ প্রবেশ করুন এবং একটি Theme ইন্সটল করুন
মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য এতক্ষনে আপনি ডোমেইন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস-ও ইন্সটল দিয়ে দিয়েছেন। এখন আপনার কাজ হলো মোবাইল দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে নেওয়া।
সেজন্য, ওয়ার্ডপ্রেস থেকে একটি WordPress Theme ইন্সটল করে নিতে হবে।
তাই,
- প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ডেশবোর্ডে প্রবেশ করুন। ওয়ার্ডপ্রেস ডেশবোর্ডে প্রবেশের জন্য আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজারে চলে যান এবং উপরের address bar এ আপনার ওয়েবসাইটের নাম লিখুন এবং /wp-admin লিখে কিবোর্ডের Go তে চাপ দিন।
- তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটের লগিন পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। যেটি আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময় দিয়েছিলেন সেটি দিয়ে লগিন করুন।
- লগিন করার পর আপনি আপনার মোবাইলে ওয়ার্ডপ্রেস ডেশবোর্ড দেখতে পাবেন। মোবাইলের উপরে ডানপাশে ডেশবোর্ডের মেনু রয়েছে সেখানে ক্লিক করুন।
- menu থেকে Appearance এ যান।
- Appearance এ গেলে Theme নামক একটি অপশন পাবেন।
- সেখান থেকে Add New তে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি থিম ইন্সটল করে নিন।
- তারপর সেটিকে Activate করলেই দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটি দেখতে হুবহু সে থিমটির মতো হয়ে গেছে।
- তারপর, এটিকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিবেন।
Our Google Location: https://www.google.com/maps/place/TNR7/@22.3633362,90.3435696,15z/data=!4m2!3m1!1s0x0:0x7cf22c36d8783d1b?sa=X&ved=1t:2428&ictx=111
Facebook Page: https://www.facebook.com/itnr7
মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি r সর্বশেষ ধাপ
এখন আপনি একটি ওয়েবসাইটের মালিক। আপনি মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে ফেলেছেন। কিন্তু, সে ওয়েবসাইটে আপনার কোনো তথ্য দেওয়া এখনো হয়নি।
আপনি যে থিম ইন্সটল দিয়েছেন সে থিমের Default তথ্য এখন আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে। আপনি এখন যেটা করবেন তা হলো Theme Customization. যা আপনি Appearance এর মধ্যে পেয়ে যাবেন।
তারপর, আপনার ওয়েবসাইটে কিছু পোস্ট এবং পেইজ দরকার হবে। এগুলো ডেশবোর্ডের মেনুর মধ্যে পেয়ে যাবেন। পোস্ট করতে Add a New Post এ ক্লিক করতে হবে। আর পেইজ বানাতে Add a New Page এ ক্লিক করতে হবে।
এভাবে সময় নিয়ে আপনি আপনার মতো করে ওয়েবসাইট ডিজাইন করে নিবেন।
এটিই ছিল মোবাইল দিয়ে প্রফেশনাল একটি ওয়েবসাইট তৈরি করার আজকের আর্টিকাল।
এখন আপনাদের সাথে বোনাস ট্রিক্সটি শেয়ার করবো যেটি পড়ে আপনি বুঝে যাবেন কিভাবে মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয়।