ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে আপনার করণীয়
ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করবেন
আপনি কি ফেসবুকে লগইন করতে পারছেন না? ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন? আজকাল প্রায় ব্যক্তির একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকায় সবসময় সব পাসওয়ার্ড মনে রাখা সম্ভব হয় না। ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে চিন্তার কিছু নেই। জেনে নিন পাসওয়ার্ড রিকভারি করার উপায় :
ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করবেন
আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আগে থেকে ই-মেইল বা ফোন নম্বর এড করা থাকে, সেক্ষেত্রে খুব সহজেই ফেসবুক পাসওয়ার্ড রিকভার করা যাবে। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভার করতে ফেসবুক ডটকম ওয়েবসাইটে (facebook.com) এ প্রবেশ করুন।
সাইন ইন ফিল্ডের নিচে থাকা Forgotten Password? লিংকে ক্লিক করুন
এরপর আপনার অ্যাকাউন্টের নাম/যুক্ত থাকা ফোন নম্বর/ই-মেইল অ্যাড্রেসের মধ্যে যেকোনো একটি প্রদান করুন।
যেভাবে ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করবেন
ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখলে আপনাকে একই বা কাছাকাছি নামের ফেসবুক আইডিগুলো দেখানো হবে, সেখান থেকে আপনারটি খুঁজে পেলে পাশে থাকা This is my account বাটনে ক্লিক করুন।আপনি যদি ফোন নম্বর বা ই-মেইল অ্যাড্রেস প্রদান করে থাকেন, সেক্ষেত্রে সরাসরি রিকভারি পেজ দেখতে পাবেন।
যেভাবে ফেসবুক পাসওয়ার্ড রিকভারি
এরপর Send code via SMS / Send code via email লেখায় ক্লিক করুন।
আপনার মোবাইল নম্বরে বা এসএমএস এ আসা ভেরিফিকেশন কোডটি ফেসবুক সিকিউরিটি কোড বক্সে প্রবেশ করিয়ে Continue চাপুন।
এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড লিখুন ও Continue চাপুন
উপরোক্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে।
আপনি চাইলে আমাদের মাধ্যমে খুব কম খরচে মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখনই যোগাযোগ করুন : +8801400100357। আমাদের ইঞ্জিনিয়ার আপনাকে ডেমো ডিজাইন পাঠাবে আপনি পছন্দ করে নিবেন এবং আপনার রিকোয়ারমেন্ট জানাবেন।
আরও পড়ুন: ফেসবুক প্রোফাইল লক করবেন যেভাবে
যেভাবে ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করবেন: Office Location