ই কমার্স বলতে কি বুঝায়
E-Commerce -এর পূর্ণ অর্থ হচ্ছে Electronic Commerce, ই-কমার্স একটি আধুনিক ব্যবসায় পদ্ধতি।
বর্তমান যুগের ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকেই ই-কমার্স বলে।
ই কমার্স বলতে কি বুঝায়
ইকমার্স সাধারনত পরিচিত ইলেক্ট্রনিক কমার্স হিসেবে।সহজ ভাষার ইলেক্ট্রনিক নেটয়ার্ক যেমন কম্পিউটার নেটওয়ার্ক,ইন্টারনেট ব্যবহার করে পন্য বা সার্ভিস ক্রয় বিক্রয় করা।ইকমার্স নির্ভর করে ইন্টারনেট,ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেম,কুরিয়ার সার্ভিস,সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট,ইন্টারনেট মার্কেটিং,অনলাইন ট্রানজেকশন,ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ,ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অটোমেটেড ডাটা কালেকশন ইত্যাদির উপর। ইদানিং মোবাইল কমার্স, সোসাল মিডিয়া কমার্স যেমন এফকমার্স ইকমার্সের একটা অংশ হয়ে দাড়িয়েছে।
আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান আমাদের সঙ্গে আজই যোগাযোগ করুন ব্যবসা আপনার দায়িত্ব আমাদের এই স্লোগানে আমরা আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাব
তবে আমরা নিচে কিছু ডেমো ডিজাইন দিচ্ছি এখান থেকে আপনার পছন্দের ডিজাইনটি বেছে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ফাইনাল খরচ বলে দিব,
এবং আমাদের মাধ্যমে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোন প্রকার এডভান্স না করে।
ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে খরচ
বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট স্বল্পমূল্যে তৈরি করা যায়, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে খরচ ১৫ হাজার টাকা থেকে শুরু।
Facebook Page: https://www.facebook.com/itnr7